অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ
বাগেরহাটের সুন্দরবন থেকে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৭ ডিসেম্বর) সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বনদস্যু দুলাভাই বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায়, কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের সুন্দরবন থেকে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বনদস্যু দুলাভাই বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায়, কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?