অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

5 hours ago 3

সিলেটে অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিয়েছেন ফয়েজ আহমেদ নামের এক যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার (২৪ আগস্ট) রাত ৩টার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলা থেকে লাফ দেন তিনি।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপারেশনের ভয়ে উইমেন্স হাসপাতালের নবম তলা থেকে লাফ দেন এক যুবক। আহত অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article