ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

2 hours ago 4

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডা. ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাবর কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ কামালকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ডা. ফারুক আহমেদকে ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। একইসাথে মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাব এর কমিটি বাতিল করা হয়।
 

Read Entire Article