সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

2 hours ago 5
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের ওপর বেশ বড় নিষেধাজ্ঞার খড়গ আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সোমবার নিশ্চিত করেছে, ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত অভিযোগের কারণে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের জন্য সকল ক্রিকেট কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি সানের করা প্রতিবেদন অনুযায়ী, আকু খুঁজে পেয়েছে যে সাব্বির বিসিবির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা ভঙ্গ করেছেন। তিনি সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংশ্লিষ্ট যোগাযোগের তথ্যও রিপোর্ট করেননি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে আকু প্রমাণের আলোকে কমপক্ষে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করেছে, যা প্রয়োজনে আট থেকে দশ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি অপরাধের গুরুত্বর প্রতিফলন এবং সতর্কবার্তা হিসেবে কাজ করবে। পূর্বের উদাহরণ হিসেবে তারা মোহাম্মদ আশরাফুলের আট বছরের নিষেধাজ্ঞার কথা বলেছে। তদন্তে প্রকাশ পেয়েছে, সাব্বির চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিতভাবে একটি বিদেশি নম্বরের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যা আন্তর্জাতিক বুকমেকারদের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তা মনে করছেন আন্তর্জাতিক সিন্ডিকেটও জড়িত থাকতে পারে এবং প্রয়োজনে আইসিসির গ্লোবাল অ্যান্টি-করাপশন ইউনিট ও ইন্টারপলের সঙ্গে সহযোগিতা জরুরি। আকু আরও সুপারিশ করেছে, দেশের প্রতিযোগিতাগুলোতে দূর্নীতি রোধে বিসিবি আরও শক্তিশালী ব্যবস্থা নিক। এর মধ্যে রয়েছে: ড্রেসিং রুমে কঠোর যোগাযোগ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যান্টি-করাপশন পর্যবেক্ষকের নিয়োগ বেটিং মার্কেটের রিয়েল-টাইম মনিটরিং রিপোর্টে সতর্ক করা হয়েছে, “যে কোনো খেলোয়াড়কে অবিলম্বে সন্দেহজনক যোগাযোগ রিপোর্ট করার দায়িত্ব স্মরণ করিয়ে দিতে হবে। নিয়মিত শিক্ষামূলক কর্মশালা ও বাস্তবসম্মত প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য আলোচিত এই বিষয়টি আলোচনায় আসে শাইনপুকুর–গুলশান ম্যাচের ফুটেজ ভাইরাল হওয়ার পর। ৩৬তম ওভারে ওপেনার রাহিম আহমেদ অদ্ভুতভাবে ক্রিজের বাইরে গিয়ে কোনো চেষ্টা না করে আউট হন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর মুহূর্ত ছিল সাব্বিরের ৪৪তম ওভার। তিনি গার্ড নিয়ে ক্রিজে বসে থাকেন, এরপর সামনে ঝুঁকে কোনো প্রতিরোধ ছাড়াই গুলশানের উইকেটকিপারের হাতে আউট হন।  সূত্র : ডেইলি সান
Read Entire Article