লা লিগায় এখনও অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লেভান্তের মাঠে কিলিয়ান এমবাপ্পের ঝলক আর কিশোর ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর প্রথম গোলের দিনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৪-১ ব্যবধানে। তাতে রিয়াল লিগে ছয় ম্যাচে জিতলো ৬টিতেই।
ম্যাচের ২৮ মিনিটে গোল খরা কাটান ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে কাট ইন করে তার বাঁ পায়ের শট ঠাঁই পায় দূরের জালে। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর ফের জালে বল... বিস্তারিত