সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হয়েছে। সকাল থেকেই পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের সচিবালয়ের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ভেতরে আন্দোলন হচ্ছে, এ অবস্থায় বাইরে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাংবাদিকদের। ভেতরে প্রবেশ করতে পারছেন না তারা।
- আরও পড়ুন
- সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবেন না আজ
- আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা
- সচিবালয়ের সামনে জুলাই মঞ্চের ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’
এ বিষয়ে সচিবালয় থেকে কোনো অফিসিয়াল আদেশ না দিলেও কর্তব্যরত পুলিশ প্রথমে জানায়, দুপুর ১২টায় ঢুকতে দেবে। অথচ এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায় পাস থাকা সত্ত্বেও সাংবাদিককের কাউকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি।
এদিকে সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালের দর্শনার্থী প্রবেশ বন্ধ করা হয়েছিল।
এসইউজে/ইএ/জিকেএস