কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি বিমান। এ সময় সেটি উল্টে রানওয়েতে আছড়ে পড়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ডেল্টা এয়ার লাইনসের আঞ্চলিক বিমানটি মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। ফ্লাইটে ৮০ আরোহীর মধ্যে ১৮ জন আহত হন। কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
অবতরণের সময় টরন্টো বিমানবন্দরে তুষারঝড় চলছিল। ঝোড়ো হাওয়ার ঝাপটায় বিমানটি উল্টে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এন্ডেভার এয়ারের সহযোগী প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত একটি সিআরজে-৯০০ বিমানটি একটি দুর্ঘটনার শিকার হয়েছে। ফ্লাইটটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। কানাডার বোম্বার্ডিয়ারের তৈরি ১৬ বছরের পুরোনো বিমানটিতে ৯০ জনের আসন রয়েছে।
কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত হবে।
জন নেলসন নামের এক যাত্রী ফেসবুকে পরবর্তী ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তুষারাবৃত টারম্যাকের উপর উল্টে আছে বিমানটি। তাতে অগ্নিনির্বাপক যান থেকে পানি ছিটানো হচ্ছে ।
তিনি পরে সিএনএনকে বলেন, অবতরণের আগে অস্বাভাবিক কিছুর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আমাদের বিমান মাটিতে আঘাত করে। তারপরে আমরা উল্টে পড়ি। কী হয়েছে তা আমরা তাৎক্ষণিক বুঝতেও পারিনি।
এ যাত্রী আরও বলেন, আমি সিট বেল্ট খুলে কোনো মতে দাঁড়াই। এরপর বেরিয়ে আসি। তখনও কিছু লোক ঝুলন্ত অবস্থায় ছিল। তাদের সাহায্যের প্রয়োজন ছিল। অন্যরা নিজেরাই বিমান থেকে বেরিয়ে আসে।