ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (১১ জানুয়ারি) হামাসের একটি সূত্রের বরাতে লন্ডনভিত্তিক নিউজ আউটলেট আল আরাবি আল জাদেদ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন।
ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন।
আল আরাবির রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে এ অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে।
হামাসের একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে। পরে পর্যায়ে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো মিসরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র।
ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদি সংঘাত নিরসনের লক্ষ্যে এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে, তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে।