লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি ঘোষণা করেছে যে বার্সেলোনা, লিভারপুল এবং আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো হেরনদের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ২০২৭ এমএলএস মৌসুম পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। এটি ক্লাব ফুটবলে তার প্রথম কোচিং ভূমিকা।
মাশ্চেরানো ইন্টার মায়ামির প্রাক্তন কোচ জেরার্ডো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন। ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে মার্টিনো সম্প্রতি এক বছর ছয় মাস দায়িত্বে থাকার পর ইন্টার মায়ামি থেকে বিদায় নেন।
মাশ্চেরানো দায়িত্ব গ্রহণ করবেন তার আমেরিকার ভিসা হাতে পাওয়ার পরপরই।
কোচ হিসাবে তার নিয়োগ নিয়ে মাশ্চেরানো বলেন, ‘এমন একটি ক্লাবের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের এবং একটি বিশেষ সুযোগ। ইন্টার মায়ামির উচ্চাকাঙ্ক্ষা এবং এর শক্তিশালী কাঠামো আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সমর্থকদের আরও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
মাশ্চেরানো আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দল ২০২১ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোতে এবং ২০২৪ সালের অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, যেখানে ফ্রান্সের বিপক্ষে তারা ১-০ গোলে হেরে যায়।
যদিও ক্লাব ফুটবলে তার কোচিং অভিজ্ঞতা সীমিত, ইন্টার মায়ামির মালিকদের একজন জর্জে মাস বলেছেন, ‘আমরা এমন একজন কোচ খুঁজছিলাম যিনি খেলোয়াড় বা কোচ হিসেবে বিজয়ী মনোভাব দেখিয়েছেন এবং যিনি একটি সীমাহীন সম্ভাবনার রোস্টার পরিচালনা করতে পারবেন।’
মাশ্চেরানোর নিয়োগ প্রক্রিয়ায় ইন্টার মায়ামি লিওনেল মেসির পরামর্শও নিয়েছে। ক্লাবের কো-ওনার মাস জানান, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, কীভাবে দলের সম্ভাবনা আরও বাড়ানো যায় এবং কাকে নিয়ে কাজ করলে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তার মতামত আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে।’
মাশ্চেরানো এবং মেসি বার্সেলোনায় একসঙ্গে আট বছর খেলেছেন। তারা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, পাঁচটি লা লিগা শিরোপা এবং ২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জয় করেছেন।
মাশ্চেরানো শীঘ্রই ইন্টার মায়ামির প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করবেন। তার অধীনে দলটি ২০২৫ এমএলএস মৌসুমে আত্মপ্রকাশ করবে।
ইন্টার মায়ামির সমর্থকরা আশাবাদী যে, মাশ্চেরানোর অভিজ্ঞতা এবং নেতৃত্ব ক্লাবটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।