পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো' জানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয়টি পরের দিন। ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত সেমিফাইনালে পৌঁছে, তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। তবে ভারত না পৌঁছালে, ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপিং
গ্রুপ এ: পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
নকআউট পর্ব
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ (রিজার্ভ ডে নেই)
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (রিজার্ভ ডে আছে)
ফাইনাল: ৯ মার্চ, লাহোর (রিজার্ভ ডে আছে)
এমএমআর/জিকেএস