অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ
ওল্ড ট্র্যাফোর্ডে শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে থাকা ম্যাচে অবশেষে হাসি ফুটল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মুখে। ইনজুরি টাইমের ৯৭তম মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ঠাণ্ডা মাথার পেনাল্টি এনে দিল প্রিমিয়ার লিগে তাদের মৌসুমের প্রথম জয়। শনিবার নবাগত বার্নলিকে ৩–২ গোলে হারিয়ে কিছুটা হলেও চাপ কমালেন রুবেন আমোরিম।
সপ্তাহের মাঝামাঝি লিগ টু দল গ্রিমসবির বিপক্ষে ক্যারাবাও কাপে লজ্জাজনক হারের পর প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন ইউনাইটেড কোচ আমোরিম। তাই বার্নলির বিপক্ষে এই ম্যাচ ছিল বাঁচা–মরার লড়াই। খেলাও শুরু হয় দাপটের সঙ্গেই। ২৭ মিনিটে ক্যাসেমিরোর হেডার ক্রসবারে লেগে ফিরে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে জালে জড়ালে লিড নেয় ইউনাইটেড।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ছবিটা। লাইল ফস্টারের গোল করে সমতায় ফেরে অতিথিরা। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিক–অফের পরপরই দারুণ এক আক্রমণ সাজিয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো, যিনি কয়েকদিন আগেই গ্রিমসবির বিপক্ষে টাইব্রেকারে মিস করেছিলেন গুরুত্বপূর্ণ পেনাল্টি।
কিন্তু গোলকিপার আলতাই বায়িন্দিরের ভুলে আবারও ধাক্কা খায় ইউনাইটেড। শট ফসকে গিয়ে জেডন অ্যান্থনির সামনে চলে আসা বল ঠেকাতে পারেননি তিনি, আর সেখান থেকেই দ্বিতীয়বার সমতায় ফেরে বার্নলি।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই নাটকীয় বাঁক। স্টপেজ টাইমে আমাদ দিয়ালোর জার্সি টেনে ধরেন অ্যান্থনি। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চরম চাপের মুহূর্তে এগিয়ে আসেন ব্রুনো ফার্নান্দেজ। ফুলহ্যামের বিপক্ষে আগের পেনাল্টি মিস করা এই পর্তুগিজ মিডফিল্ডার এবার ভুল করেননি—তার জোরালো শটেই নিশ্চিত হয় ৩–২ গোলের জয়।
জয়ের পরও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না আমোরিম। মৌসুমের প্রথম জয় হলেও ইউনাইটেডের খেলা এখনও ছন্দহীন, গোলকিপারের একের পর এক ভুলও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে সমর্থকরা শেষ বাঁশি বাজতেই গর্জে ওঠেন, তাদের প্রিয় দলের প্রতি বিশ্বাসের বার্তা দিয়ে।
প্রিমিয়ার লিগে দিনের অনান্য ম্যাচে জয় পেয়েছে চেলসি, সান্ডারল্যান্ড, বোর্নমাউথ ও এভারটন। গোলশূণ্য ড্র হয়েছে নিউক্যাসল ও লিডসের ম্যাচ। তবে গত সপ্তাহে ম্যানসিটিকে হারানো টটেনহ্যাম হেরে গেছে।