অবশেষে ঢাকার জেলা জজ বদলি

2 months ago 5

ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) তার বদলির প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হিসেবে তাকে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার জেলা ও দায়রা জজের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর ঢাকার জেলা জজ হিসেবে পদাধিকার বলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেনরও সভাপতি হন। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অ্যাসোসিয়েশনের পদ হারান। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচন করা হয়। 

তবে ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পরও এতদিন দায়িত্ব পালন করে যাওয়ায় আদালত পাড়ায় নানা সমালোচনা ছিল। অভিযোগ রয়েছে, তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পান।  এছাড়া কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা হওয়ায় তিনি সেখানকার সাবেক এমপি ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনেরও খুবই আস্থাভাজন ছিলেন। আনিসুল হক বিচার বিভাগের উর্ধ্বতনদের নিয়ন্ত্রণের মাধ্যমে নানা দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন। 

জানা গেছে, বিচারক হেলাল উদ্দিন ১৯৯৫ সালে নারায়ণগঞ্জের সহকারী জজ হিসেবে প্রথম বিচার বিভাগে যোগদান করেন। এরপর তিনি গোপালগঞ্জ, রাজবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ,ফেনী, মুন্সিগঞ্জ, ময়মনসিংহের আদালতে বিভিন্ন পদে বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জেলা জজের দায়িত্ব পালন করেন। সর্বশেষ কুমিল্লা থেকে তাকে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার জেলা জজ হিসেবে নিয়োগ করা হয়। তিনি ২০২৭ সালের এক অক্টোবর অবসরে যাবেন।

Read Entire Article