অবশেষে ত্রিভুবন বিমানবন্দর চালু, ফেরার অপেক্ষায় জামালরা

7 hours ago 5

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের জন্য অবশেষে স্বস্তির খবর মিলেছে। বন্ধ থাকার পর আজ সন্ধ্যা ৬টায় খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এখন কেবল বিশেষ বিমানের অপেক্ষা দেশের ফুটবলারদের।

দলের ম্যানেজার আমের খান নেপাল থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন,  ‘আমাদের জানানো হয়েছে, বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে দ্রুত ফেরানোর চেষ্টা চলছে। যুব ও ক্রীড়া উপদেষ্টাও ফোনে খোঁজ নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরার ব্যবস্থা করা হবে।’

বাংলাদেশ দল চায় আর দেরি না করে আজ রাতেই দেশে ফিরতে। দলের ম্যানেজার আমের খান জানান যেহেতু বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। আর পরিস্থিতি যে কোনো সময় আবার খারাপ হতে পারে। তাই আজ রাতেই বিশেষ ফ্লাইটে ফিরতে পারলে সবচেয়ে ভালো হয়।

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে গত ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়টি বাতিল হয় রাজনৈতিক অস্থিরতার কারণে।

গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে উত্তাল নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৯ জন, আহত হন কয়েক শ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মঙ্গলবার ত্রিভুবন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়, ফলে হোটেলেই আটকে পড়তে হয় বাংলাদেশ দলকে।

জাতীয় ফুটবল দলের পরবর্তী চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। রিটার্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, হংকংয়ে।

Read Entire Article