অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন হাসান মাহমুদ

2 months ago 39

সেঞ্চুরির সামনে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস এবং হাফ সেঞ্চুরির সামনে কেমার রোচ। মাইলফলকে পৌঁছাতে দু’জনেরই প্রয়োজন ছিল সমান ৩ রান করে। কিন্তু এই সময় এসে ব্যর্থ হলেন রোচ। হাসান মাহমুদের বলে স্ট্যাম্পের বেল উড়ে গেলো তার। ১৪৪ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। ভাঙলো ১৪০ রানের বিশাল জুটি। দ্বিতীয় দিন এখনও পর্যন্ত পড়া ৩টি উইকেটই নিলেন হাসান মাহমুদ।

এ রিপোর্ট লেখার সময়ই সেঞ্চুরির মাইফলকে পৌঁছে যান জাস্টিন গ্রিভস। ১৮১ বল খেলে ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজে রান ১৩৬.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৮। ১০৫ রান নিয়ে ব্যাট করছেন গ্রিভস। তার সঙ্গী জাইডেন সিলস এখনও কোনো রান করেননি।

অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হেনেছিলেন হাসান মাহমুদ। ২৬১ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা।

লোয়ার অর্ডারের কেমার রোচকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন জাস্টিন গ্রিভস। দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জসুয়া ডি সিলভাকে (১৪)।

নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসে। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

আইএইচএস/এমএসএম

Read Entire Article