আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে তাদের প্রত্যেকের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কোনো কোনো রাজনৈতিক বন্ধুরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে ইনিয়ে বিনিয়ে নানা রকমের কথাবার্তা বলছেন। আওয়ামী লীগকে প্রথম প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রতিদানে তাকে হত্যা করা হয়েছে। এরপর জাতীয় পার্টি তাদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বর্তমানে জাতীয় পার্টিকে হেরিকেন দিয়ে খোঁজা লাগে। এরপর সেনাবাহিনী তাদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। প্রতিদানে সেনাবাহিনীর ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এরপর জামায়াতে ইসলামী তাদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এর প্রতিদানস্বরূপ দলটির ১২ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ। এটিই আওয়ামী লীগের চরিত্র। সুতরাং যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন, তারা বার বার ভাবুন। অতীতের উদাহরণগুলো মাথায় রেখে কাজ করুন। এরা যখনই জীবিত হবে তখন রাক্ষসের মত গিলে খাবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের যা অবস্থা, তাতে তাদের পক্ষে কান্নাকাটি করার জন্য ঘানার দ্য ফিউনারাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে লোক ভাড়া করা ছাড়া উপায় নেই। গত ১৭ বছর দাপটের সঙ্গে রাজনীতি করলো আওয়ামী লীগ। কিন্তু ছয় মাস হয়ে গেল দেশ থেকে পালিয়ে গেছে, এখন তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের জন্য এত সহানুভূতির প্রয়োজন কী?
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এএবি) এর আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সাইদ আহম্মদ/এএমএ