অবশেষে হচ্ছে খাসিয়াদের বর্ষবরণ অনুষ্ঠান

2 months ago 36

অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া খাসিয়াদের বর্ষবরণ অনুষ্ঠান ‘খাসি সেং কুটস্নেম’ অবশেষে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

তিনি বলেন, খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। তাদের আর্থিক সংকটের কারণে অনুষ্ঠানটি না হওয়ার কথা থাকলেও অবশেষে হচ্ছে।

আগামী শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। খাসিয়াদের পানে সিন্ডিকেটের থাবা, অর্থ সংকটে বন্ধ বর্ষবরণ অনুষ্ঠান- শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল জাগো নিউজ।

অর্থনৈতিক সংকটের কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল হওয়ার কথা থাকলেও প্রশাসনের সহযোগীতা ও আশ্বাসের প্রেক্ষিতে এবং খাসি নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত উৎসবটি আয়োজন সম্ভব হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি।

অবশেষে হচ্ছে খাসিয়াদের বর্ষবরণ অনুষ্ঠান

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী জানান, খাসিদের আয়ের উৎস পান ব্যবসায় এবার চরম মন্দা চলছে। খাসিরা পানের ন্যায্য দাম পাচ্ছেন না। এজন্য চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। টাকা জোগাড় করতে না পারার কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। তবে সরকার ও খাসি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠানটি হচ্ছে।

খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। উৎসবের দিন মাছ শিকার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস

Read Entire Article