বছরের পর বছর ধরে বিসিবির ক্ষমতাধর পরিচালক মাহবুব আনামের ছায়াতলে ছিলেন গামিনি ডি সিলভা। মিরপুরের পিচ নিয়ে অবিরাম সমালোচনা হলেও গামিনিকে বিসিবির কোনও আমলেই সরানো যায়নি। অবশেষে গামিনি যুগ শেষ হচ্ছে। কেননা টনি হেমিংকে গামিনিসহ বাকি কিউরেটরদের ‘বস’ হিসেবেই নিয়োগ দিয়েছে বিসিবি। এর মাধ্যমে হয়তো শেষ হতে যাচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে মিরপুরের গামিনির রাজত্ব। ইতোমধ্যে ছুটিতে শ্রীলঙ্কায় চলে... বিস্তারিত