অবসর নিয়েই ক্লাবের মালিক হলেন ইনিয়েস্তা

1 week ago 10

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার দেড় মাসও হয়নি। এরইমধ্যে নতুন ক্লাবের মালিক হয়ে গেলেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। ডেনমার্কের দ্বিতীয় শ্রেণির ক্লাব হেলসিংগরের সহ-স্বত্ত্বাধিকারী হয়েছেন লা লিগার ক্লাব বার্সেলোনার সাবেক কিংবদন্তি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ক্লাবটি।

গেল ৭ অক্টোর ১৮ বছরের পেশাদার ফুটবল থেকে অবসর নেন ইনিয়েস্তা। ৪০ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ খেলেন আরব আমিরাতের ক্লাব এমিরেটসের জার্সিতে গেল মে মাসে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ২০১৮ সালে।

স্পোর্টস ম্যানেজমেন্ট ও কনসাল্টিং কোম্পানি ‘এনএসএন’র মধ্যস্ততায় হেলসিংগরের সঙ্গে জড়ান ইনিয়েস্তা। এর আগে যৌথভাবে এনএসএন প্রতিষ্ঠাতা করেন এই স্প্যানিশ তারকা। ইনিয়েস্তার এই কোম্পানির অধীনে স্টোনওয়েগ’ নামের একটা রিয়েল স্টেট প্রতিষ্ঠানও আছে। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে দারুণ একটি বিনিয়োগ আছে ইনিয়েস্তার।

হেলসিংগরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ইনিয়েস্তা বলেন, ‘ভিন্ন পদ্ধতিতে ফুটবলকে জানার এটি একটি দারুণ সুযোগ।’

ডেনমার্কের স্থানীয় দৈনিক হেলসিংগর ডাগব্লাডকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘এটা সত্যিই দারুণ সুযোগ-সুবিধাসহ অবিশ্বাস্য ও আগ্রহপূর্ণ ক্লাব। আশেপাশে অনেক ভালো মানুষ এবং শহরে ডেনিশ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।’

বর্তমান ডেনমার্কের দ্বিতীয় শ্রেণির ক্লাব প্রতিযোগিতায় টেবিলের সপ্তম স্থানে আছে হেলসিংগর। ক্লাবটির হেড কোচের দায়িত্ব পালন করছেন স্পেনের পেপ আলোমোর। ডিরেক্টর হিসেবে আছেন বার্সার ইয়ুথ অ্যাকাডেমিতে ইনিয়েস্তার সঙ্গে কাজ করা কুইম রামোন।

খেলোয়াড়ী জীবনে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ইনিয়েস্তা। বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, লা লিগা এরমধ্যে অন্যতম। এছাড়া ২০১০ সালে স্পেনের হয়ে বহুল আকাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ জিতেছেন এই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার।

এমএইচ/এএসএম

Read Entire Article