অবসর ভেঙে খেলায় ফেরা সিজনির সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার

2 months ago 9

অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেক সিজনির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছে বার্সেলোনা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

সাবেক পোল্যান্ড গোলরক্ষকের আগের চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়ে গিয়েছিল। তবে নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন।

৩৫ বছর বয়সী সিজনি গত অক্টোবরে অবসর ভেঙে বার্সায় যোগ দেন। দলের সেরা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন দীর্ঘমেয়াদী চোটের মাঠের বাইরে চলে যাওয়ার সুযোগ নিয়ে বার্সার জার্সিতে নিজের সামর্থ্য প্রমাণ করেন তিনি। সিজনির দারুণ পারফরম্যান্সে বার্সা গত মৌসুমে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা) জিতেছে।

মে মাসে সিজনি জানিয়েছিলেন, বার্সা থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। অবশেষে সেই প্রস্তাব গ্রহণ করেছেন সিজনি।

নতুন মৌসুমের আগে বার্সার স্কোয়াডে এখন চারজন গোলরক্ষক রয়েছেন। তাই মৌসুম শুরুর আগে কিছু বিদায় অনিবার্য হয়ে উঠেছে।

সিজনির পাশাপাশি আবারও ফিট হয়েছেন টার স্টেগেন। অ্যাকাডেমি থেকে উঠে আসা ইনাকি পেনা এখনও ক্লাবেই আছেন এবং এস্পানিওলের কাছ থেকে ২৫ মিলিয়ন ইউরোতে (২৯.২ মিলিয়ন ডলার) চুক্তিবদ্ধ হয়েছেন হুয়ান গার্সিয়া।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার পথে কোনো বাধা নেই ইনাকি পেনার। টার স্টেগেনের জন্য প্রস্তাব শুনতেও প্রস্তুত ক্লাব, যদিও জার্মান এই গোলরক্ষক বার্সায় থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন।

এমএইচ/জিকেএস

Read Entire Article