অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

লিওনেল মেসির অবসর-পরবর্তী জীবন নিয়ে ফুটবল দুনিয়ায় নানা জল্পনা থাকলেও এবার সরাসরি মুখ খুললেন ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সাবেক ইংলিশ তারকা জানালেন, ব্যক্তিগত আলাপে মেসি তাকে স্পষ্ট করে বলেছেন—অবসরে তিনি বার্সেলোনার কাছেই থাকতে চান। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুর্দান্ত দুই অ্যাসিস্ট করেন মেসি। সেই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি জেতে তাদের প্রথম লিগ শিরোপা। ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বেকহ্যাম। তিনি বলেন, ‘লিও আমাকে বলেছে, অবসরের পর সে শুধু ক্যাম্প ন্যুর কাছেই থাকতে চায়। আমি চাই সে মায়ামিতেই থাকুক, কিন্তু পৃথিবীতে এমন আর কোনো খেলোয়াড় নেই যে বার্সেলোনাকে মেসির চেয়ে ভালোবাসে। তার পায়ের ট্যাটুতেই বার্সার ক্রেস্ট আছে—এমনকি পানির বোতলেও!’ ইন্টার মায়ামির সাফল্যের পেছনে মেসির ভূমিকাও তুলে ধরেন বেকহ্যাম। তার মতে, ‘মাঠের মাঝখানে যখন লিও বল পায়, তখন কিছু একটা হবেই। সে সুযোগ তৈরি করে দেয়। দলটা ছিল খুবই ঐক্যবদ্ধ, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’ ভ্যাঙ্কুভারকে

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম
লিওনেল মেসির অবসর-পরবর্তী জীবন নিয়ে ফুটবল দুনিয়ায় নানা জল্পনা থাকলেও এবার সরাসরি মুখ খুললেন ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সাবেক ইংলিশ তারকা জানালেন, ব্যক্তিগত আলাপে মেসি তাকে স্পষ্ট করে বলেছেন—অবসরে তিনি বার্সেলোনার কাছেই থাকতে চান। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুর্দান্ত দুই অ্যাসিস্ট করেন মেসি। সেই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি জেতে তাদের প্রথম লিগ শিরোপা। ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বেকহ্যাম। তিনি বলেন, ‘লিও আমাকে বলেছে, অবসরের পর সে শুধু ক্যাম্প ন্যুর কাছেই থাকতে চায়। আমি চাই সে মায়ামিতেই থাকুক, কিন্তু পৃথিবীতে এমন আর কোনো খেলোয়াড় নেই যে বার্সেলোনাকে মেসির চেয়ে ভালোবাসে। তার পায়ের ট্যাটুতেই বার্সার ক্রেস্ট আছে—এমনকি পানির বোতলেও!’ ইন্টার মায়ামির সাফল্যের পেছনে মেসির ভূমিকাও তুলে ধরেন বেকহ্যাম। তার মতে, ‘মাঠের মাঝখানে যখন লিও বল পায়, তখন কিছু একটা হবেই। সে সুযোগ তৈরি করে দেয়। দলটা ছিল খুবই ঐক্যবদ্ধ, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’ ভ্যাঙ্কুভারকে কৃতিত্ব দিতেও ভোলেননি বেকহ্যাম। তিনি বলেন, ‘ওরা দারুণ খেলেছে, আমাদের ওপর চাপ তৈরি করেছিল। গোল করার পর কিছু সময় ওরাই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল। তবে আমরা মিডফিল্ডে বলের দখল ফিরে পেয়ে আবার ম্যাচে ফিরি।’ ক্লাব মালিক হিসেবে এই সাফল্য বেকহ্যামের জন্য কতটা আবেগের, সেটাও জানালেন তিনি। ‘অনেক রাত আমার ঘুম হয়নি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি, মায়ামিতে এই ক্লাবকে গড়ে তোলা সম্ভব। ঠিক মানুষদের যখন পাশে পেলাম, তখন জানতাম—সবকিছুই সম্ভব।’ শেষে ইন্টার মায়ামির জার্সির পেছনে লেখা কথাগুলো দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন বেকহ্যাম—‘আমাদের জার্সির পেছনেই লেখা আছে—স্বপ্ন দেখার স্বাধীনতা।’ মাঠে মেসির জাদু যেমন কথা বলছে, তার ভবিষ্যৎ নিয়ে এই মন্তব্যও তেমনি নতুন করে আলোচনার জন্ম দিল ফুটবল বিশ্বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow