বিলম্বের পর প্রথম বিভাগ ক্রিকেট শুরুর তারিখ জানাল বিসিবি
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক জটিলতা ও ক্লাব বর্জনের ঘোষণার কারণে কয়েক দফা পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বিসিবি নির্বাচন ঘিরে বিরোধের জেরে ঢাকার ৪৫টি ক্লাব প্রথমে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল। এরপর ক্লাব সংগঠক, বিসিবি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মধ্যে একাধিক বৈঠক হলেও সমস্যা পুরোপুরি নিরসন হয়নি। ফলে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১২ দলকে নিয়েই প্রথম বিভাগ লিগ শুরু করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মূলত মাঠসংকটের কারণেই নির্ধারিত ১১ ডিসেম্বরের পরিবর্তে লিগ শুরুর তারিখ পিছিয়ে ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, “১১ ডিসেম্বর থেকে লিগ শুরু করার পরিকল্পনা ছিল। তবে মাঠসংক্রান্ত কিছু জটিলতার কারণে আমরা ১৪ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকের মধ্যেই সূচি প্রকাশ করা হবে, আর উদ্বোধনী ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চলছে।”
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক জটিলতা ও ক্লাব বর্জনের ঘোষণার কারণে কয়েক দফা পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
বিসিবি নির্বাচন ঘিরে বিরোধের জেরে ঢাকার ৪৫টি ক্লাব প্রথমে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল। এরপর ক্লাব সংগঠক, বিসিবি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মধ্যে একাধিক বৈঠক হলেও সমস্যা পুরোপুরি নিরসন হয়নি। ফলে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ১২ দলকে নিয়েই প্রথম বিভাগ লিগ শুরু করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মূলত মাঠসংকটের কারণেই নির্ধারিত ১১ ডিসেম্বরের পরিবর্তে লিগ শুরুর তারিখ পিছিয়ে ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বুধবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, “১১ ডিসেম্বর থেকে লিগ শুরু করার পরিকল্পনা ছিল। তবে মাঠসংক্রান্ত কিছু জটিলতার কারণে আমরা ১৪ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকের মধ্যেই সূচি প্রকাশ করা হবে, আর উদ্বোধনী ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চলছে।”
লিগ বর্জনের ঘোষণার বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, এখনো পর্যন্ত কোনো ক্লাব বিসিবি বা সিসিডিএমের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত চিঠি দেয়নি।
“আমরা মৌখিকভাবেই বর্জনের কথা শুনছি। কিন্তু কোনো ক্লাব থেকে লিখিতভাবে জানানো হয়নি যে তারা লিগে অংশ নেবে না। সে কারণেই আমরা ২০টি ক্লাবকে ধরেই সূচি প্রকাশ করছি,” বলেন দিপন।
তিনি আরও যোগ করেন, কিছু ক্লাবের প্রতিবাদ বা অসন্তোষ সভাপতির বক্তব্য ঘিরে হলেও, লিগ না খেলার বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।
বর্তমান পরিস্থিতিতে যেসব ক্লাব লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যেই রয়েছে—শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস এবং বিকেএসপি।
What's Your Reaction?