অবিলম্বে পুশ-ইনের ঘটনা বন্ধ করুন : লায়ন ফারুক

2 months ago 11

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান ভারতের উদ্দেশে বলেছেন, আপনারা জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী চলার চেষ্টা করুন। কোনো অসঙ্গতি দেখলে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করেন। অবিলম্বে পুশ-ইন এর ঘটনা বন্ধ করুন। 

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

লায়ন ফারুক বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ সোচ্চার, ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশ সীমান্তের সব দিক থেকে একের পর এক ভারতীয় নাগরিকদের পুশ-ইন অর্থাৎ বাংলাদেশ ঠেলে পাঠিয়ে দিচ্ছে। তারা কোনোভাবেই বাংলাদেশের প্রতিবাদকে আমলে নিচ্ছে না। এতে করে দিন দিন সীমান্তে উত্তেজনা বাড়ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উপযুক্ত পদক্ষেপের অভাবে দেশের মানুষ উদ্বিগ্ন। এমনিতে লাখ লাখ রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশ চাপের মধ্যে রয়েছে। তারপরে নতুন করে আবার এই পুশ-ইনের ঘটনা উদ্বেগ আরও বাড়াচ্ছে। 

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ, বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির সভাপতি শ্রমিক নেতা আবু সালেহ প্রমুখ।
 

Read Entire Article