অবিশ্বাসীদের বিরোধিতায় ইসলাম প্রচারকের করণীয়

3 months ago 56

সুরা কলম কোরআনের ৬৮তম সুরা, এর আয়াত সংখ্যা ৫২ এবং রুকু সংখ্যা ২। সুরা কলম মক্কায় অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাসের (রা.) মতে নাজিল হওয়ার দিক থেকে এটি দ্বিতীয় সুরা, সুরা আলাকের পরই সুরাটি নাজিল হয়। সুরাটির বিষয়বস্তু থেকেও বোঝা যায় যে, এ সুরাটি যে সময় নাযিল হয়েছিলো তখন মক্কা নগরীতে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) বিরোধিতা বেশ তীব্র হয়ে উঠেছিলো। তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছিলো।

সুরা কলমের আলোচ্যবিষয় নবিজির (সা.) নবুয়ত, তার উন্নত চরিত্র, মক্কার কিছু কাফেরদের মন্দ চরিত্র, রাসুলের (সা.) প্রতি অপবাদ, আখেরাতে মুমিন ও কাফেরদের পরিণতি ইত্যাদি।

সুরা কলমের ৪৪-৫১ আয়াতে আল্লাহ তাআলা বলেন,
(৪৪)
فَذَرْنِي وَمَنْ يُكَذِّبُ بِهَذَا الْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لا يَعْلَمُونَ
ফাযারনী ওয়া মাইঁ ইউকাযযিবুবি হাযাল হাদীসি সানাসতাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামূন।
সুতরাং যারা এ বাণীকে প্রত্যাখ্যান করছে তাদেরকে আমার ওপর ছেড়ে দাও। আমি তাদেরকে এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না।

(৪৫)
وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ
ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।
আর আমি তাদেরকে অবকাশ দেব। অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।

(৪৬)
أَمْ تَسْأَلُهُمْ أَجْراً فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ
আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুসকালূন।
তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, তারা জরিমানার ভারে ন্যুব্জ হয়ে পড়ছে?

(৪৬)
أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
আম ‘ইনদাহুমুল গাইবুফাহুম ইয়াকতুবূন।
নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে, যা তারা লিখে রাখছে।

(৪৭)
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلا تَكُنْ كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَى وَهُوَ مَكْظُومٌ
ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা-তাকুন কাসা-হিবিল হূত । ইয না -দা- ওযা হুওয়া মাকজূম।
অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্যধারণ কর। তুমি মাছওয়ালার মত হয়ো না, যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। (মাছওয়ালা বলে এখানে নবি ইউনুসকে (আ.) বোঝানো হচ্ছে। তিনি তার উম্মতের হেদায়াতের ব্যাপারে হতাশ হয়ে আল্লাহর নির্দেশ ছাড়াই তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে আল্লাহর ফয়সালায় একটি মাছ তাকে গিলে নেয়। পবিত্ৰ কোরআনের অন্য জায়গায় এ ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, সাগরের পানির অন্ধকারে মাছের পেটের ভেতরে ইউনুস (আ.) আল্লাহর কাছে দোয়া করলেন, ‘তোমার পবিত্র সত্তা ছাড়া আর কোন সত্য ইলাহ নেই; নিশ্চয়ই আমি অপরাধী।’ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে মাছের পেট থেকে মুক্তি দেন।)

(৪৮)
لَوْلا أَنْ تَدَارَكَهُ نِعْمَةٌ مِنْ رَبِّهِ لَنُبِذَ بِالْعَرَاءِ وَهُوَ مَذْمُومٌ
লাওলা আন তাদারাকাহূ নি‘মাতুম মিররাব্বিহী লানুবিযা বিলআরাই ওয়া হুওয়া মাযমূম।
যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হত।

(৪৯)
فَاجْتَبَاهُ رَبُّهُ فَجَعَلَهُ مِنَ الصَّالِحِينَ

ফাজতাবাহু রাব্বুহূ ফাজাআলাহূ মিনাস সালিহীন।
তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে নিলেন।

(৫০)

وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ

ওয়া ইয়ঁ ইয়াকাদুল্লাযীনা কাফারূ লাইউঝলিকূনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকূলূনা ইন্নাহূ লামাজনূন।
কাফেররা যখন কোরআন শোনে তখন এরা যেন এদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে এবং বলে, এ তো এক পাগল!

(৫১)

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
ওয়ামা হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।
অথচ কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশবাণী।

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই:

১. মুমিনদের দায়িত্ব অবিশ্বাসীদের দাওয়াত দিয়ে যাওয়া, যথাযথভাবে দাওয়াত পেয়ে, দীন সম্পর্কে জেনেও যারা ইসলাম থেকে দূরে থাকবে, আল্লাহ, তার রাসুল ও মুমিনদের বিরুদ্ধে শত্রুতায় অবতীর্ণ হবে, তাদের ফয়সালা আল্লাহ তাআলাই করবেন।

২. দীন প্রচার করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার কাছে সওয়াবের আশায়। এর বিনিময় তিনিই দান করবেন। মানুষের কাছ থেকে দীন প্রচারের বিনিময় গ্রহণ করা ঠিক নয়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দীন প্রচারের কোনো বিনিময় গ্রহণ করতেন না।

৩. দীনি দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য অপরিহার্য। ধৈর্য ও একনিষ্ঠতার সাথে দাওয়াতি প্রচেষ্টা চালিয়ে গেলে আল্লাহ সফলতা দান করবেন।

৪. মক্কার মুশরিকরা নবিজির (সা.) প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করতো এবং মানুষকে নবিজির (সা.) দাওয়াত থেকে দূরে রাখার জন্য নবিজিকে (সা.) পাগল, জাদুকর, ‍মিথ্যুক ইত্যাদি নানা অপবাদ দিতো। আল্লাহ তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে তার দীন সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন।

ওএফএফ/এএসএম

Read Entire Article