অবৈধ অভিবাসীদের জন্য নতুন ঘোষণা মালয়েশিয়ার

3 months ago 99
মালয়েশিয়াতে অবৈধ কর্মীদের ধরতে নিয়মিতই অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন। এসব অভিযানে অনেক সময় বৈধ কর্মীরাও গ্রেপ্তার ও হয়রানি শিকার হন। এবার দেশটির অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনিবন্ধিত অবৈধ অভিবাসী কর্মীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। তাদের সাধারণ ক্ষমার আয়ত্তে এনে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি।  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, চলিত মাসের ১৯ মে থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে বসবাসরত অনিবন্ধিত অভিবাসী কর্মীদের অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিংগিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো জরিমানা নির্ধারণ করা হয়নি। শুধু বিশেষ পাসের জন্য ২০ রিংগিত পরিশোধ করতে হবে। তিনি সতর্ক করে জানান, এর আগে যেসব অবৈধ, অনিবন্ধিত কর্মী দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিল কিন্তু তারা দেশে ফিরে যায়নি, এমন কর্মীরা রিক্যালিভ্রশন ২.০-এর আওতাভুক্ত নয়।  এই সাধারণ ক্ষমায় দেশে ফেরার জন্য নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব প্রমাণপত্র নিতে হবে, যাকে টিপি বলায় হয়। ধারণা করা হচ্ছে, ২০২৩/২৪ সালে বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে দালাল ও কোম্পানির প্রতারণায় পড়ে হাজার হাজার বাংলাদেশি অবৈধ হয়ে গেছে, তারা চাইলে দেশে ফিরতে পারবে।  তবে অধিকাংশ অনিবন্ধিত অবৈধ বাংলাদেশি কর্মীরা প্রতারণা শিকার হওয়ায় বৈধকরণ প্রক্রিয়ার দাবি জানিয়েছে। ইতোমধ্যে দুই দিন রাষ্ট্রীয় সফর শেষে অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশে ফিরেছেন। তিনি এ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ অনিবন্ধিত কর্মীদের বৈধকরণের বিষয়ে আলোচনা করেছেন। এর একদিন পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরত অনিবন্ধিত কর্মীদের দেশে ফেরার সাধারণ ক্ষমা ঘোষণা করে।
Read Entire Article