অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা
নোয়াখালীর সুবর্ণচরে দুটি অবৈধ ইটভাটাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি ভাটার মালিককে পৃথকভাবে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১নং সুইজ এলাকায় আল্লাহর দান ব্রিক ফিল্ড এবং চর জব্বর ইউনিয়নের পরিষ্কার বাজার সংলগ্ন আলিফ ব্রিক ফিল্ডে এ অভিযান চালানো হয়।
লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করে চর জব্বর থানা পুলিশ।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল দুটি ব্রিক ফিল্ড। তাদের বারবার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
আল্লাহর দান ব্রিক ফিল্ডের মালিকের ছেলে বাদশা আলম বলেন, আমি স্বীকার করি আমাদের কার্যক্রম অবৈধ। আগামীতে এটি বন্ধ করার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তবে এবার যেহেতু চালু করা হয়েছে এবং এখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। তাই আমরা ব্রিকফিল্ড চালু রাখার বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করি। তারপরও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রিট বিষয়টি আমলে না নিয়ে কোনোরূপ নোটিশ না দিয়েই আমাদের ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করেন। এতে করে আমরা অনেক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লাম।
এ ছাড়া বাদশা আলম আরও বলেন, আমরা তাদের এরকম আইনও নীতি বহির্ভূত অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।