টেবিল টেনিসের দুই তারকা খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

4 hours ago 4

জাতীয় টেবিল টেনিস দলের তারকা খেলোয়াড় রামহিম লিয়ান বম ও জাভেদ আহমেদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আগামী দুই বছরের জন্য খেলোয়াড়দ্বয়ের সঙ্গে চুক্তিবন্ধ হয়েছে ওষুধ কোম্পানিটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকাস্থ করপোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নাভানা ফার্মার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদ আহমেদ বলেন, মাসিক ভাতা প্রদানের চুক্তি হলেও তাদের খেলার মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব।

তিনি আরও বলেন, এখানে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু উপযুক্ত অবকাঠামো এবং আর্থিক সহযোগিতা। এভাবে অন্যান্য করপোরেটরা এগিয়ে এলে এ খেলা থেকে আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করা সম্ভব।

পুরুষ এককের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা রামহিম ও চারে থাকা জাভেদ চুক্তি শেষে সংবাদ মাধ্যমকে বলেন, এভাবে টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতা করতে আগে কোনো প্রতিষ্ঠান চুক্তি করেনি। কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দু-বছরের জন্য মাসিক ভাতা প্রদানের চুক্তিও হয়েছে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি। নাভানা ফার্মার প্রতি আমরা কৃতজ্ঞ।

Read Entire Article