জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বিজ্ঞপ্তি জারি 

2 hours ago 4
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা এবং সরকারের অপরিসীম সহযোগিতায় আল্লাহর রহমতে এটা সম্ভব হয়েছে। আশা করি আমার ছাত্র-ছাত্রীরাও খুব খুশি হবে। যৌক্তিক সময়ে তারা স্থাপনাও দেখতে পাবে আশা করি। এটা শিক্ষার্থীদের বিজয়, আমার পক্ষ থেকে অভিনন্দন।  তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের বলব ক্লাসে ফিরে যেতে, পড়াশোনায় নজর দিতে। কারণ এই শিক্ষার্থীরাই দেশে বিদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থগুলোকে আরো দৃঢ়ভাবে রক্ষা করতে পারবে।  উল্লেখ, রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে অনশন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৪ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন। উপাচার্যের বারবার অনুরোধেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। পরে সোমবার বিকাল পাঁচটায় সচিবালয়ের অবস্থান নেন অনশনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নেন পাঁচ শতাধিক শিক্ষার্থী।
Read Entire Article