ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

4 hours ago 7

রাজধানীর গুলিস্তান থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তান মোড় সংলগ্ন হোটেল গার্ডেন ইন্টারন্যাশনাল (আবাসিক) এর সামনের ফুটপাত থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- কাশেম শেখ (৫৫) ও মো. আব্দুল আহাদ (২০)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযানে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article