অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান

2 weeks ago 17
অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।  বুধবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।  এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ শুরু করার নির্দেশ দেন তিনি। গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।  কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি দল এলজির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তারা অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হওয়া সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।  দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল  এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালিয়েছে।   
Read Entire Article