অবৈধ ভারতীয়দের নিয়ে পাঞ্জাবে মার্কিন সামরিক বিমানের অবতরণ

3 hours ago 4

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা প্রায় ১০০ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একটি মার্কিন সামরিক বিমান ওই অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবের একটি বিমানবন্দরে অবতরণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেক্সাস থেকে যাত্রা করে ওই সামরিক বিমানটি।

দ্বিতীয় বারের মতো ক্ষমতাগ্রহণ করেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, দেশটিতে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে প্রবেশ করেছেন বলে চিহ্নিত করা গেছে। সে সময় ট্রাম্প জানান যে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে, ভারতের অবৈধ নাগরিকদের দেশটিতে ফিরিয়ে নেওয়া হবে।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ‍দুপুরে পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় অভিবাসীদের বহনকারী মার্কিন সামরিক বিমানটি অবতরণ করে।

ওই বিমানে ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। তারা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তর প্রদেশ এবং গুজরাটের বাসিন্দা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সামরিক বিমান ব্যবহার করেই বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।

পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা ওই রাজ্যের বাসিন্দা তাদের সব ধরনের সহায়তা করা হবে। তবে সবার নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কি না তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, বিশ্বের যেকোনও প্রান্তে থাকা ভারতীয়দের জন্য দেশের দরজা সব সময় খোলা। তিনি বলেছেন, শুধু আমেরিকা নয় আমরা চাই, যেকোনো দেশেই আমাদের নাগরিকরা বৈধভাবে থাকুন। যদি আমাদের কাছে খবর আসে কোথাও ভারতীয়রা অবৈধভাবে রয়েছেন তাহলে তাদের বৈধভাবে ফিরিয়ে আনার জন্য আমরা সবসময়ই প্রস্তুত।

টিটিএন

Read Entire Article