অবৈধ স্থাপনা ভাঙতে গিয়ে স্থানীয়দের হামলায় পুলিশসহ আহত ৮

1 month ago 16

কক্সবাজারের টেকনাফে স্থানীয়দের হামলায় পুলিশ ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আহতরা হলেন, বাহারছড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) দস্তগীর হোসাইন মানিক, শীলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, স্থানীয় সংবাদকর্মী মো. আনোয়ার হোসেন ও জাফর আলম। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বন-বিভাগের চারজন সদস্যকে ওই এলাকার স্থানীয়রা বেঁধে রাখেন। পরে বন-বিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় হঠাৎ তিন-চার শতাধিক মানুষ পুলিশ ও বনবিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর কররা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বাহারছড়া হাজম পাড়া এলাকায় উত্তেজিত জনতার হামলায় বনবিভাগ ও পুলিশের সদস্যর পাশাপাশি স্থানীয় সাংবাদিক আহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো ঘটনাস্থলে অবস্থান করছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণের ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস

Read Entire Article