রাজধানীর শনির আখড়া সেন্টু পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গ্রিন লাইন পরিবহনের হেলপার মো. সুজন (৩০) নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. রাসেল বলেন, সুজন গ্রিন লাইন পরিবহনের হেলপার ছিল। গতরাতে শনির আখড়া সেন্টু পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে সুজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমআরএম/এএসএম