অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬০ কোটি ডলার জরিমানা

2 weeks ago 8
অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার বা প্রায় ৫৯ মিলিয়ন (প্রায় ৬০ কোটি) মার্কিন ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। কোভিড-১৯ মহামারির সময় ১ হাজার ৮শ’ বিমানবন্দরের কর্মীকে অবৈধভাবে ছাঁটাই করার ঘটনায় সোমবার এই রায় প্রদান করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিয়ে পাঁচ বছরের আইনি লড়াইও শেষ হলো। খবর এএফপির। সিডনির বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফেডারেল বিচারপতি মাইকেল লি বলেছেন, এই ধরনের জরিমানা যেন কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের জন্য একটি ‘প্রকৃত প্রতিবন্ধক’ হিসেবে কাজ করে। একইসঙ্গে ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করতে সাহস না করে। ২০২০ সালের আগস্টে কোয়ান্টাস তাদের কর্মীদের ছাঁটাই ও আউটসোর্স করার সিদ্ধান্ত নেয়। তখন লকডাউন কার্যকর ছিল এবং কোনো কোভিড-১৯ ভ্যাকসিন ছিল না। পরবর্তীতে আদালত রায় দেন, সংস্থাটি তার ‘বাণিজ্যিক বাধ্যবাধকতা’ সত্ত্বেও অবৈধভাবে কাজ করেছে এবং কোয়ান্টাসের আপিলও খারিজ হয়। কোয়ান্টাস বর্তমানে তাদের সুনাম পুনরুদ্ধারের চেষ্টা করছে। গ্রাহক সন্তুষ্টি উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ২০২৩ সালে সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভ্যানেসা হাডসন। তিনি তার পূর্বসূরি অ্যালান জয়েসের স্থলাভিষিক্ত হয়েছেন।
Read Entire Article