কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

5 hours ago 7
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় চলমান যুদ্ধে হয়তো ইসরায়েল সামরিকভাবে জয় পেতে পারে, কিন্তু এর ফলে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বৈশ্বিক প্রভাবও দুর্বল হয়ে পড়ছে। ডেইলি কলারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধের কারণে কংগ্রেসে ইসরায়েলের প্রভাব স্পষ্টভাবে কমছে। একসময় ইসরায়েলি লবি ছিল যুক্তরাষ্ট্র কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী শক্তি—যেকোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির চেয়েও প্রভাবশালী। আজ আর তা নেই।’ তিনি আরও জানান, জনপ্রিয় সমর্থনও আগের মতো নেই, বিশেষ করে তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি অনুকূল মনোভাব দ্রুত হ্রাস পাচ্ছে। ট্রাম্প এ পরিবর্তনকে ‘অবাক করার মতো’ হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক এক জরিপের তথ্যও তার বক্তব্যকে সমর্থন করে। মার্চ মাসে পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ৫৩% মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২২ সালে এ হার ছিল ৪২%। রিপাবলিকানদের মধ্যেও পরিবর্তন এসেছে। ৫০ বছরের নিচে অর্ধেকের বেশি এখন ইসরায়েলের বিপক্ষে, যেখানে তিন বছর আগে এ সংখ্যা ছিল মাত্র ৩৫%।  
Read Entire Article