ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে : আমিনুল হক

1 day ago 6

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ দলগুলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে বিলম্বিত ও বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে, যা সরাসরি বাংলাদেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে তুরাগ থানার অন্তর্গত উত্তরা ১৫ নম্বর সেক্টর অফিসার্স ক্লাব সংলগ্ন লেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আমিনুল হক দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, যারা জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র করছে, যারা পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, বিএনপি ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। কিন্তু এবার তারা ভোট দিতে চায়। বিএনপিসহ দেশের সাধারণ জনগণ আসন্ন নির্বাচনের ডাককে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছে।

ফ্যাসিবাদী শাসন থেকে আংশিক মুক্তির প্রসঙ্গ উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এখনো বাকি। এ জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই আত্মত্যাগ বৃথা যাবে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের ফসলই হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহআলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য এজিএম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, উত্তর মহিলা দলের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা রুনা, জাসাস মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ আহমেদ, সদস্য সচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তরের আহবায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামানসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Read Entire Article