অবৈধভাবে নিজ দেশে ফিরে আটক হওয়া জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় গণমাধ্যমের খবর, ২০২১ সালের অক্টোবরে ইউক্রেনের চেরনোমোর্স্ক শহর থেকে একটি ফেরিতে গোপনে জর্জিয়ার বন্দর নগরী পোতিতে পৌঁছান সাকাশভিলি। এরপর তাকে আটক করা হয় এবং অবৈধ সীমান্ত অতিক্রমে অভিযুক্ত করা হয়।
তিবিলিসি সিটি কোর্টের বিচারক মিখাইল ঝিন্দজোলিয়া রায় পড়ার সময়... বিস্তারিত