বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেধাবী শিক্ষার্থী শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধিদল।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় সাক্ষাৎকালে দরিদ্র পরিবারের এই মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে মাসিক শিক্ষা ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান (রুমন), সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব মোকছেদুল মোমিন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা প্রমুখ।
এ সময় আতিকুর রহমান (রুমন) বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শান্ত বিশ্বাস ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তারেক রহমান একটি দৈনিক পত্রিকায় শান্ত বিশ্বাসের সংবাদ দেখে তার সঙ্গে দেখা করতে ও শুভকামনার বার্তা পৌঁছে দিতে আমাদের পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের ভবিষ্যৎ আরও সাফল্য কামনা করেছেন। প্রতি মাসে শান্তকে মাসিক শিক্ষা ভাতা দেওয়া হবে।
শান্ত বিশ্বাস কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের কল্পনা বিশ্বাস ও জয়কৃষ্ণ বিশ্বাস দম্পতির ছেলে। দুই ভাইবোনের মধ্যে শান্ত বড়। ছোট বোন তৃষ্ণা বিশ্বাস স্থানীয় চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জয়কৃষ্ণ বিশ্বাস বাড়িতে শিঙাড়া তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। মা বাড়িতে সুতা কেটে যে টাকা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে পড়ালেখা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত। কিন্তু অর্থাভাবে তার ভর্তি ও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছিল।
এমএএম/এমএসএম