বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পবিত্র ধর্ম ইসলাম বিশৃঙ্খলা, নৃশংসতা ও কট্টরপন্থা অনুমোদন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না।
শনিবার (৮ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাটে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, আলেম, ওলামা ও ইমাম সমাজের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রেখে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধাদান করেন তারা। আদর্শ জাতি গঠনের প্রধান কারিগর তারাই। অথচ রাজনীতির কারণে একদিকে আওয়ামী লীগ যেমন আলেম-ওলামাদের মিথ্যা অপবাদ দিয়ে নিগৃহীত করেছে, তেমনি একটি গোষ্ঠী বুঝে না বুঝে ইসলামের নামে অনাকাঙ্ক্ষিত কাজ করে দেশ-বিদেশে আলেম, ওলামা ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে তৎপর রয়েছে।
এসময় তিনি আলেম-ওলামাদের বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হলুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, মাঝিয়াইল মাদরাসার মুহতামিম মাওলানা নূর হোসাইন, হালুয়াঘাট উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের, ধারা বাজার জামে মসজিদের ইমাম মুফতি বেলাল প্রমূখ বক্তব্য রাখেন।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এএসএম