সহজ জয়ে বার্সার সঙ্গে পয়েন্ট সমান করলো রিয়াল

6 hours ago 14

লা লিগায় শিরোপা লড়াইয়ে আরও একটি সহজ জয় পেলো রিয়াল মাদ্রিদ। রায়া ভায়াকানোকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে টেবিলটপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান করে ফেলেছে কার্লো আনচেলত্তির দল।

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়ুস জুনিয়র।

লা লিগার ৩টি বড় ক্লাবের মধ্যে এখন মাত্র এক পয়েন্টের ব্যবধান রয়েছে। সম্প্রতি কয়েক বছরের মধ্যে শিরোপা দৌড়ে এটিই লা লিগার টেবিলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

২৬ ম্যাচে বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, ২৭ ম্যাচ খেলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে দ্বিতীয় স্থানে রিয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যারা একই রাতে গেটাফের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে।

বার্সার পরবর্তী ম্যাচ আগামী রোববার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। কারণ, গেল শনিবার ওসাসুনার বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করা হয়েছে ক্লাবের চিকিৎসকের আকস্মিক মৃত্যুর কারণে।

ভায়াকানোর বিপক্ষে খেলার পুরো সময় আধিপত্য বিস্তার করে রিয়াল। ৩০ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করেন এমবাপে। ৪ মিনিট পরই একার লড়াইয়ে অসাধারণ এক গোল করেন ভিনিসিয়ুস। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

রায়ো ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের শেষের দিকে পেদ্রো দিয়াজের দুর্দান্ত শটে ব্যবধান কমান। আলভারো গার্সিয়ার অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে দুর্দান্ত শট নেন দিয়াজ। তবে সেটি ক্রসবারে লাগে, তারপর গোললাইন পেরিয়ে বাইরে চলে যায়। পরে ভিএআরে রিপ্লে দেখে গোলটি দেওয়া হয়। এতে ব্যবধান ২-১ করে সফরকারী ভায়েকানো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এমএইচ/

Read Entire Article