ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

6 hours ago 14

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৯ মার্চ) রাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বেশকিছু শিক্ষকও যোগ দেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের নুরুন্নবী হোস্টেল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় হয়। আশপাশের রাস্তা ঘুরে মিছিলটি মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও কুশপুতুলে পাথর নিক্ষেপ করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভ কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

তারা বলেন, সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা, নিপীড়ন, ধর্ষণ বেড়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রবণতা রয়েছে। তার প্রতিবাদে সারাদেশের ছাত্র-জনতা একত্রিতভাবে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলার উত্তরণ ও ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি।

এসময় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এমএএইচ/

Read Entire Article