অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সীমান্তে যুবক আটক

4 hours ago 6

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে এক যুবক আটক হয়েছে। আটকের সময় তাকে তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ১৬০ রুপি এবং ১টি মোবাইল ফোনসহ (রিয়েলমি) কয়েকটি ভারতীয় সিম পাওয়া যায়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার নং-৪৪৩/২ এস -এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রম করার সময় তাকে আটক করে তেঁতুলিয়া কোম্পানি সদরের বিজিবি। 

গ্রেপ্তারকৃত সুমন রায় (২৬) ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের পুত্র। 

একই দিন রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা দেখতে পেয়ে বিজিবির টহল দলকে সংবাদ দিলে অফিসার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে আটক করে। এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞেস করলে তিনি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেন। আটক ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির কালবেলাকে জানান, বিজিবি আটক করে এক যুবককে থানায় হস্তান্তর করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Read Entire Article