পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো বলে তথ্য ছিলো। এসময় এক্সাভেটর মালিক রশিদ প্রামানিককে ৫০ হাজার ও বড় ট্রলি গাড়ি মালিক শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আলমগীর হোসাইন নাবিল/এএইচ/জেআইএম