মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার খ্যাত চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে লোকজনকে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি ধরা হয়। এছাড়া ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু ধরা হয়।
তাপমাত্রা আরও নিচের দিকে নেমে যেতে পারে বলেও জানান তিনি।
হুসাইন মালিক/জেডএইচ/এমএস