সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

4 hours ago 5

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মঈন উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টায় ঈশ্বরদী পৌর শহরের রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই রূপসী বাংলা ক্লিনিকের মালিক শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান রুবেল।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় রুবেল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মহসীন/জেডএইচ/এমএস

Read Entire Article