অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০),
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মণ্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।
বিজিবি জানায়, আটকরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক পাঁচ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
শাহজাহান নবীন/জেডএইচ/এমএস