ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে আটক হওয়ার পর জরিমানা দেওয়া যুবদল নেতা জাকির হোসেনকে বহিষ্কার দল থেকে করা হয়েছে। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার ও সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী জাগো নিউজকে বলেন, কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় জাকির হোসেনকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যা দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে আসে। উনারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। জাকিরের কর্মকাণ্ডে দলীয় সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদিও অন্য কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৯ ফেব্রুয়ারি জাকির হোসেনকে আটকের পর এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যথায় ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জাকির হোসেন জরিমানার এক লক্ষ টাকা পরিশোধ করেন।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম