পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে দুজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতকাছিমা এলাকায় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নিবন্ধন বিহীনভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে উপজেলার সাতকাছিমিয়া গ্রামের মো. আলমগীর হোসেন শেখ ও একই এলাকার মো. লোকমান হোসেনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। এ (৫৮)কে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’- এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে সার ব্যবসা পরিচালনাকারী মো. আলমগীর হোসেনের দোকান থেকে ১ হাজার ৬৩৫ কেজি ও মো. লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজিসহ মোট ২ হাজার ২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।
নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও আলাদা আলাদা মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। তাদের দোকান থেকে ২ হাজার ২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।