অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি ঐক্য পরিষদের

4 hours ago 8

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে অব্যাহতিপ্রাপ্তদের প্রশিক্ষণে পুনর্বহাল ও চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ১০৩ জন। আর ৩৩ জন নারীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬ জন।
        
বিবৃতিতে আরও বলা হয়েছে, অব্যাহতিপ্রাপ্তদের বিরুদ্ধে কথিত অসদাচরণের অভিযোগ আনা হলেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিদানের এ ঘটনা একদিকে প্রচলিত আইন ও বিধির সম্পূর্ণ পরিপন্থী, অন্যদিকে এর ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে পড়েছে- যা নিঃসন্দেহে উদ্বেগজনক। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে। গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়।

Read Entire Article