অভিনেতা মুকুল দেবের মৃত্যুর কারণ জানালেন ভাই

2 months ago 39

চলতি বছরের ২৩ মে মারা যান ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তার এই হঠাৎ মৃত্যুতে শোক নেমে আসে ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে। তবে সেসময় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা জল্পনা-কল্পনা। এবার সেসব রহস্যের জট খুললেন তার ছোট ভাই, অভিনেতা রাহুল দেব। প্রকাশ করলেন বড় ভাইয়ের শেষ দিনগুলোর নির্মম বাস্তবতা ও মৃত্যুর পেছনের করুণ কারণ।

ভারতীয় এক গণমাধ্যমকে অভিনেতা রাহুল বলেন, মৃত্যুর আগে টানা সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মুকুল। তার এই অবস্থার অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। 

তিনি আরও বলেন, ‘চিকিৎসার দিক থেকে দেখতে গেলে খাওয়াদা-ওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।’ মুকুলের এই খাদ্যাভ্যাস সংক্রান্ত জটিলতা শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিল।

মুকুল অবসাদে ভুগছিলেন? এই প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেন,  ‘যারা এখন কথা বলছেন তারা কোনো যোগাযোগই রাখেননি। ওরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না, কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।

Read Entire Article