অভিনেত্রী হিমির নানার সন্ধান মিলেছে

1 month ago 21

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লা খানকে গতকাল (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। এ কথা অভিনেত্রী তার ফেসবুক ফ্যান পেজে জানিয়েছিলেন। এলাকায় মাইকিং করেও নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না তার নানার।

হিমি ফেসবুকে তার নানার নিখোঁজ হওয়ার কথা পোস্ট করলে তা অনুরাগীরা শেয়ার করতে থাকেন। যে যার মতো খোঁজ করতে থাকেন অভিনেত্রীর নানাকে। অবশেষে সন্ধান মিলেছে তার নানার। সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানার সন্ধান মিলেছে। হিমি এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’

এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, সোমবার সকালে মুন্সিগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে যান। সে সময় ফেসবুকে হিমি লিখেন, ‘হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।’

হিমির ফেসবুকের খবরটি অনেকে শেয়ার করেন। অভিনেত্রী বলেন, ‘সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে।’ এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। হিমি ফেসবুকে লিখেছেন, ‘নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।’

হিমি ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হন। এরপর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন তিনি। বর্তমানে টিভি নাটক ও বেশ জনপ্রিয় এ অভিনেত্রী।

এমএমএফ/এএসএম

Read Entire Article